১২ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে রাজধানীর মোহাম্মদপুরের একটি বস্তিঘরে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।ঘটনার পর শিশুটিকে চিকিৎসার জন্য সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে আসা হয়।
জানা যায়, শিশুটির খালাতো বোনের জামাই ভ্যান চালক জসিম (৩০) শিশুটির ওপর যৌন লালসা চরিতার্থের চেষ্টা করেন। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে জসিমকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন জানান, যৌন নিপীড়নের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার