বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা হন তার পরিবারের সদস্যরা। খবর বিডিনিউজের।
তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত জানান, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভর্সিটি হসপিটালে তার বাবার চিকিৎসা হবে।
তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। স্ত্রী নার্গিস বেগম এবং দুই ছেলে অনিন্দ্য ইসলাম অমিত ও শান্তনু ইসলাম সমিত তার সঙ্গে রয়েছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন