বাড়িভাড়া নিয়ে বিবাদে খুলনায় ভাড়াটিয়ার ছুরিকাঘাতে খুন হয়েছেন শহিদুল ইসলাম ডলার (৪৭) নামের এক বাড়িওয়ালা। তিনি মহানগরীর মিয়াপাড়া প্রধান সড়কের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে।
ঘটনার পর থেকে ভাড়াটিয়া বাবু বিশ্বাস পলাতক রয়েছেন। সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
খুলনা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বাড়িওয়ালা শহিদুল ইসলাম বাড়ির ভাড়াটিয়া বাবু বিশ্বাসের কাছে কয়েক মাসের ভাড়া পান। সোমবার রাতে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবু বিশ্বাস বাড়িওয়ালা ডলারের বুকে ও পিঠে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন