অনিয়মের অভিযোগে রাজধানীর ছয় প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা না থাকা, ওজনে কারচুপি, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অভিযোগে এ জরিমানা করা হয়।
সোমবার ওয়ারী ও যাত্রাবাড়ী থানা এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভেজাল বিরোধী অভিযানে এসব জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা ইমরান আসহাব ও সহকারী পরিচালক রজবী নাহার রজনী।
মূল্য তালিকা না থাকায় টিকাটুলীর টাংগাইল চমচম ঘর ও টাংগাইল ডেইরী ফার্মকে যথাক্রমে ২০ হাজার টাকা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওজনে কারচুপির কারণে টিকাটুলীর বিক্রমপুর সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সায়েদাবাদ এলাকায় মজিদ বেকারীকে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে দক্ষিণ যাত্রাবাড়ীর মর্নিং ফুড বেকারী ও কদমতলীর ভিআইপি ব্রেড এন্ড বিস্কুট নামের একটি প্রতিষ্ঠানকে যথাক্রমে ২০ হাজার টাকা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৭/ফারজানা