রাজধানীর ওয়ারীতে নাজমুল হাসান নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। পরিবারের দাবি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কোথাও চান্স না পাওয়ার হতাশায় নাজমুল আত্মহত্যা করেছে।
রাজধানীর ওয়ারী থানাধীন হাটখোলার ৭/৩ ভগবতি ব্যানার্জি রোডের বাসায় শনিবার রাতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে বাবা-মা তাকে রাতের খাবার খেতে ডাকেন। কিন্তু রুমের ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় কোনো সাড়া শব্দ না পাওয়ায় তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন গলায় ফাঁস দেয়া অবস্থায় নাজমুলের দেহ ঝুলছে।
তাদের ধারণা, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার পরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চান্স না পেয়ে হতাশায় সে আত্মহত্যা করে থাকতে পারে।
বিডিপ্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ ই জাহান