গাজীপুরের টঙ্গী থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সেই যুবকের নাম কাউছার আহমেদ ফয়সাল (২১)।
রবিবার সকালে টঙ্গীর বাদাম এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাউছার আহমেদ ফয়সাল ওই এলাকার মজিবুর রহমানের ছেলে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে ফয়সাল তার ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করে। পরে সকালে বাড়ির লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে কাউসার আত্মহত্যা করেছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর