রাজধানীর হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান (৩৭) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসানের মৃত্যু হয়।
এর আগে ভোর ৬টার দিকে গণকটুলী বাজারের ৩৪-জে নম্বর বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হন হাসান। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাঁকে ঢামেকে নেওয়া হয়।
হাসানের চাচাতো ভাই ইমন জানান, আজ ভোরে নিচতলায় বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর চাচা-চাচি। সঙ্গে সঙ্গে তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে নেওয়ার পরপরই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৭/হিমেল