রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ময়লার স্তূপের মধ্যে থেকে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার করে।
রবিবার দুপুর পৌনে ১২টার দিকে মগবাজারের ডক্টর গলির ওই ময়লার স্তূপে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডক্টর গলির একটি ময়লা স্তূপ থেকে ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল-সদৃশ ওই বস্তু দেখতে পায়।
ওসি কাজী মাইনুল আরও বলেন, পরে ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছায়। বর্তমানে পুরো গলিটি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর