বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা-ভাংচুরের প্রতিবাদে এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
রবিবার বেলা ১২টার দিকে নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয় চত্ত্বর থেকে মহানগর যুবদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল কিছুদূর অগ্রসর হওয়ার পর পুলিশ তাদের বাধা দেয়। এ সময় যুবদল নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে কর্মসূচী শেষ করেন।
এর আগে মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি কামরুল হাসান রতনের সভাপতিত্বে দলীয় কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মাকসুদুর রহমান মাসুদ, সাজ্জাদ হোসেন, শহীদুল হাসান আনিচ প্রমুখ।
যুবদলের বিক্ষোভ কর্মসূচীকে কেন্দ্রে করে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি রোধে বিএনপি অফিসের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন