চট্টগ্রামে নিজ বাসায় তারেক নামে এক যুবক খুন হয়েছেন। রবিবার ভোররাতে ফটিকছড়ি থানার লেলাং ইউনিয়নের রায়পুর গ্রামের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তারেক ওই এলাকার মৃত সিরাজুল মোস্তফার ছেলে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ইউসুফ মিয়া বলেন, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারেকের পরিবারের লোকজন এক আত্মীয়ের বাড়িতে যায়। এজন্য গতরাতে তারেক একাই বাসায় ছিলেন। গভীর রাতে হঠাৎ ঘরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে তার লাশ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার ক্লু উদঘাটন করতে চেষ্টা চালাচ্ছে।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৭/আরাফাত