ফেনীতে বিএনপি চেয়ারপার্সনের গাড়িবহরে হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বরিশালে ছাত্রদলের বের করা বিক্ষোভ মিছিল লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ ছাত্রদলের ৬ কর্মীকে আটক করে।
বরিবার বিকেল পৌনে ৪টার দিকে নগরীর আগরপুর রোড থেকে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে একটি খণ্ড বিক্ষোভ মিছিল সদর রোডের দলীয় কার্যালয়ের দিকে যেতে থাকলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছাত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ ধাওয়া করে তারেক আল-ইমরান, আল-আমিন মৃধা, রমজান আলী রাজিবসহ ছাত্রদলের ৬ কর্মীকে আটক করে।
পুলিশের লাঠিচার্জে হৃদয় রাজ, হাসিবুর রহমান, রাহাত ফকির, সজিব ব্যাপারী, রফিক, কাজী কাওছারসহ অন্তত ১৫ জন ছাত্রদল কর্মী আহত হয় বলে দাবী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুজনের।
লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানিয়েছেন, ছাত্রদল অনুমতি ছাড়া মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় ৬ জনকে আটক করা হয়।
এর আগে গতকাল বেলা ১২ টায় একই দাবীতে সদর রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে মহানগর যুবদল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। মিছিলের আগে দলীয় কার্যালয় চত্বরে মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি কামরুল হাসান রতনের সভাপতিত্বে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মাকসুদুর রহমান মাসুদ, সাজ্জাদ হোসেন, শহীদুল হাসান আনিচ প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৭/মাহবুব