সিলেট নগরীর সুরমা মার্কেটস্থ একটি রেস্ট হাউজ থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী। অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার গভীর রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সানজিদা, তানিয়া, প্রিয়া, নাসরিন, রুমা আক্তার, আশা, প্রিয়া বেগম, কল্পনা আক্তার, বজলুর রহমান, মজনু মিয়া, সালাউদ্দিন, শাহ আলম, আবুল খায়ের ও ইমন।
নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, আটকতদের বিরুদ্ধে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারা ওই রেস্ট হাউজে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৭/আরাফাত