ধামরাই ২০ আসনে সংসদ সদস্য এম এ মালেক বলেছেন, 'সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র রুখতে আওয়ামী লীগ কর্র্মীরা সতর্ক থাকুন'
ধামরাই বাড়ীগাও আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি এ কথা বলেন।
কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান বাবু কালি পদ সরকারের সভাপতিত্বে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আকরাম হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল গণি,পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান,ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগ শাখার নেতা তুষার আহামেদ শান্ত, ভাড়ারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মানছুর রহমান,পৌর যুবলীগের সাধারণ সম্পদক ফরহাদ হোসেন,লামিন হোসেন উজ্জল,সাইদুল ইসলাম পিয়াস,আলামিন হোসন আশিক,আসিফ হোসেন, রাহুল শিকদারসহ প্রমুখ।
বিডিপ্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৭/ ই জাহান