৪৮ ঘণ্টার কর্মবিরতি প্রত্যাহার করেছে চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। সরকারের পক্ষ থেকে ৫ দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ার পর রবিবার বিকেল ৩টায় ধর্মঘট প্রত্যাহার করে নেয় সংগঠনটি।
বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক-ঐক্য পরিষদ সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিকী বলেন, আমাদের ৫ দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছে সরকার। আশ্বাসের পর বিকেল ৩টায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। দাবির বিষয়ে আলোচনা করতে সোমবার বিকেলে সরকারের ঊধ্বর্তন কর্মকর্তাদের সাথে বৈঠক বসবে সড়ক পরিবহন শ্রমিক-ঐক্য পরিষদ নেতারা। বৈঠকে ৫ দফা দাবি মেনে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে।
জানা যায়, রবিবার সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করে শ্রমিক-ঐক্য পরিষদ। কর্মবিরতির কারণে নগরীর নিমতলা, বন্দর ট্রাক টার্মিনাল, পশ্চিম মাদারবাড়ি, কদমতলী, মাঝিরঘাটসহ বিভিন্ন স্থানে খালি ট্রাক, কাভার্ডভ্যান, লরি রেখে অলস সময় কাটাতে দেখা যায় চালক ও সহযোগীদের। কেউ কেউ নিজ গাড়িতেই ঘুমিয়ে পড়েন।
চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এবং চট্টগ্রাম জেলা ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন সরকারের কাছে পাঁচ দফা দাবি দেয়। এ দাবিগুলোর মধ্যে রয়েছে ওভারলোড নিয়ন্ত্রণের নামে মহাসড়কে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করা, কাভার্ডভ্যান ও প্রাইমমুভারের সিটি কর্পোরেশনের বর্ধিত কর প্রত্যাহার, পুলিশ নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ করা, বিআরটিএ হেভি লাইসেন্স পদ্ধতি সহজ করা এবং বে-টার্মিনালের পাশে পণ্যবাহী গাড়ির জন্য আলাদা টার্মিনাল নির্মাণ করা।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৭/আরাফাত