সাভারে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আটক সেই যুবকের নাম আলী (২৮)।
সোমবার সকালে সাভার পৌরসভার মালঞ্চ আবাসিক এলাকার নিজ ভাড়া বাসা থেকে ওই যুবককে আটক করা হয়। আটক আলী ও সেই নির্যাতিতা একই বাসায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, রবিবার রাতে একই বাসার ভাড়াটিয়া আলী ফোন করে ছাদে দেখা করতে বলে ওই কিশোরীকে। পরে সেখানে দেখা করতে গেলে ছাদের চিলেকোটায় ওই কিশোরীকে ধর্ষণ করে আলী। সকালে এলাকাবাসী এ ঘটনা জানতে পেরে থানায় খবর দেয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম জানান, খবর পেয়ে পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে। এরপর ধর্ষণের অভিযোগে আলী নামে এক যুবককে আটক করে। নির্যাতিতা সেই কিশরীকেও থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর