বিএনপি চেয়ারাপার্সন খালেদা জিয়াকে হত্যার করতেই তার গাড়িবহরে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ২০ দলীয় জোটের শরীক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান।
খালেদা জিয়ার গাড়িবহর ও সংবাদকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।
গাড়িবহরে হামলাকে সুপরিকল্পিত উল্লেখ করে ইরান বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর ত্রাণ কর্মসূচিতে নিরাপত্তার দায়িত্ব সরকারের। এক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ঘটনায় আমরা নিন্দা ও যারা খালেদা জিয়ার ত্রাণ বহরে হামলা করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। এই হামলায় আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীরা জড়িত বলেও মন্তব্য করেন তিনি।
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, খালেদা জিয়া কোনো সাধারণ নাগরিক নন। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। মূলত খালেদা জিয়াকে হত্যা করতেই ত্রাণ বহরে হামলা করা হয়েছে।
আয়োজক সংগঠন চালক সংগ্রাম দলের সভাপতি ময়নাল হোসেন মনিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় নেতা লিটন খান রাজু প্রমুখ।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৭/মাহবুব