ত্যাগী নেতাদের বাদ দিয়ে ও নিয়মনীতি উপেক্ষা করে কমিটি অনুমোদন দেয়ায় পদত্যাগ করেছেন রাজশাহী হরিয়ান ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। সোমবার দুপুরে রাজশাহী পদ্মার পাড়ে সীমান্ত অবকাশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, বেশ কিছুদিন আগে তোফাজ্জল হোসেন তপুকে সভাপতি ও মহিউর রহমান পিন্টুকে সাধারণ সম্পাদক করে রাজশাহী জেলা পিএনপির একটি পূর্ণাঙ্গ কমিটি ঢাকা থেকে ঘোষণা করা হয়। ওই কমিটির নেতৃত্বে পবা থানা বিএনপির ৫৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ওই কমিটি সকল প্রকার নিয়মনীতি উপেক্ষা করে ও দলীয় গঠনতন্ত্র অমান্য করে জেলা পিএনপির প্যাডে নিজেরাই সই করে ১১৫ সদস্যের হরিয়ান ইউনিয়ন কমিটি প্রকাশ করেছে। জেলা বিএনপির এমন কর্মকাণ্ডে কারণে তারা তপু, মন্টু ঘোষিত হরিয়ান ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৮৮ জন নেতাকর্মী পদত্যাগ করলেন।
এসময় সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ও সাবেক সভাপতি রজব আলীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৭/আরাফাত