৬শ’ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে আগামীকাল বুধবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে সাত দিন ব্যাপী আয়কর মেলা। গণসচেতনতা সৃষ্টি ও অভ্যন্তরীণ সম্পদ আহরণ কার্যক্রম বেগবান করতে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে এ মেলা শুরু হচ্ছে। আজ দুপুরে আগ্রাবাদের সরকারি কার্যভবনে আয়কর বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কর অঞ্চল-১ এর কমিশনার মাহবুব হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বুধবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ৪৩টি বুথ থাকবে মেলায়। ট্যাক্স কার্ড দেয়া হবে মেলায়। মেলায় ২০১৭-১৮ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। প্রতিবন্ধী, নারী ও প্রবীণ করদাতার জন্য পৃথক কাউন্টার থাকবে। আয়কর সংক্রান্ত সব ধরনের সেবা মেলায় মিলবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কর কমিশনার প্রদ্যুৎ কুমার সরকার, মো. মোতাহের হোসেন, মো. নাজমুল করিম, আহমদ উল্যাহ, অতিরিক্ত কর কমিশনার ও মেলা কমিটির সদস্যসচিব মুহাম্মদ মফিজ উল্যা, অতিরিক্ত কর কমিশনার সফিনা জাহান প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার