সিলেট নগরীর রিকাবীবাজারে একটি রেস্টুরেন্টে পুলিশ সদস্যের উপর হামলাকারী ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে নগরীর লামাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি গৌসুল হোসেন। গ্রেফতার হওয়া তানভীর কবির সুমন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক।
পুলিশ জানায়, গত ১৫ আগস্ট নগরীর রিকাবিবাজারস্থ একটি রেস্টুরেন্টে ফাও খাওয়ার প্রতিবাদ করায় মহানগর পুলিশ সদস্য শফি আহমদের উপর হামলা চালায় তানভীর কবীর সুমন ও তার সহযোগীরা। এ ঘটনায় মামলা হলে সুমন আত্মগোপনে চলে যায়। সোমবার তাকে লামাবাজার থেকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন