রাজধানীর মোহাম্মদপুর থেকে মো. জামাল (৩০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ বিকেলে তাকে আটকের বিষয়টি জানান র্যাব-২ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম।
এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম জানান, কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে চাঁদ উদ্যান এলাকার একটি বাড়িতে র্যাব-২ এর একটি দল অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি রিভলবার ও গুলিসহ জামালকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার