সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়ায় নুর মোহাম্মদ (১৮) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। রবিবার রাতের ওই ঘটনায় তার মা রহিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ খুনের সাথে জড়িত অভিযোগে এমদাদ আহমদ নামে এক যুবককে গ্রেফতার করেছে। নুর মোহাম্মদ পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
নগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, রবিবার দিবাগত রাত ৯টার দিকে সোনারপাড়া প্রাথমিক স্কুলের সামনে একই পাড়ার নজরুল ইসলাম ও এমদাদ আহমদ ছুরিকাঘাত করে নুর মোহাম্মদকে। গুরুতর আহত অবস্থায় নুরকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটেছে।
ওসি আরও বলেন, নুর মোহাম্মদ খুনের ঘটনায় তার মা রহিমা বেগম বাদী হয়ে নজরুল ও এমদাদকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ সোমবার অভিযান চালিয়ে এমদাদকে গ্রেফতার করেছে। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। অপর আসামি নজরুলকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। নুর মোহাম্মদের লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৭/আরাফাত