আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের দুই সদস্য আটকসহ তিনজন জিম্মিকে উদ্ধার করেছে র্যাব। আজ দুপুরে রাজধানীর কারওয়ানবাজারের র্যার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। জানা যায়, রাজধানী ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান জানান, লিবিয়ায় জিম্মি অবস্থায় অপহরণকারী চক্রের নৃশংসতার শিকার গুলিবিদ্ধ দুইজনসহ মোট তিনজনকে উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার