ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইনডোর ও আউটডোরে প্রবেশপথের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন ইন্টার্ন চিকিৎসকরা। কর্মস্থলে নিরাপত্তাসহ তাদের দাবির মধ্যে আরেকটি হলো- ভিজিটর কার্ড ছাড়া বহিরাগত কেউ হাসপাতালে প্রবেশ করতে পারবেনা।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক জানিয়েছেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে আন্দোলন চলবে।
আজ বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের আলাপকালে তিনি বলেন, চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। তবে রোগীদের কথা মাথায় রেখে হাসপাতালের জরুরি চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে। তিনি বলেন, আমাদের শিক্ষানবিশ চিকিৎসকরা রোহিঙ্গাদের সাস্থ্য সেবায় জন্য কাজ করেছে। চিকিৎসকরা রোগীর জীবন বাঁচানোর জন্য চিকিৎসা দেয়। অথচ আমাদের ওপর হামলা হচ্ছে, এইটা মেনে নেওয়া যায় না। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে।
এদিকে আজ সকাল ১০টা থেকে তারা এ অবস্থান নেন। এছাড়া তারা নতুন ভবনের নিউরোমেডিসিন ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের রোগী দেখার টিকিট (আউটডোর) বিক্রি বন্ধ করে দিয়েছেন। এতে চিকিৎসা নিতে আসা শত শত রোগী চরম দুর্ভোগে পড়েছেন।
উল্লেখ্য, গত রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ওই রোগীর স্বজনেরা ডাক্তারদের মারধর করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার