ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইনডোর ও আউটডোরে প্রবেশপথের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে বহির্বিভাগের সামনে অবস্থান নেওয়া ইন্টার্ন চিকিৎসকরা তাদের আন্দোলন স্থগিত করেছেন। দুপুর ২টায় আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষানবিশ চিকিৎসক সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক।
মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে আন্দোলন চলবে। তবে বর্তমানে স্থগিত রাখা হয়েছে। পরবর্তী কর্মসূচি কি হবে আপনাদের জানানো হবে।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান আব্দুল ওয়াদুদ চৌধুরী, মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল শফিকুল ইসলাম চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবু ইউসুফ ফকিরের সঙ্গে বৈঠক করেন ইন্টার্ন চিকিৎসকরা।
উল্লেখ্য, গত রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ওই রোগীর স্বজনেরা ডাক্তারদের মারধর করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার