জেএমবির তিন সক্রিয় সদস্যকে রাজধানীর রামপুরা এলাকা থেকে গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব ১১) সদস্যরা। আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ এর এএসপি শাকিল আহমেদ জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। র্যাব-১১ বেশ কয়েকটি সফল জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাসহ ৫০ জন বিভিন্ন পর্যায়ের সদস্য ও পলাতক আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার