স্কুল পড়ুয়া আট বছরের শিশুকে নিয়ে গত দুই বছর ধরেই ইয়াবা পাচার করে আসছে রেহেনা বেগম। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অভিনব এ কায়দায় ইয়াবা পাচার করে আসলেও অবশেষে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে ধরাশায়ী হলেন রেহেনা। এ সময় তার কাছ থেকে ৩৮শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। আজ সকালে নগরীর স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া রেহেনা কক্সবাজারের টেকনাফ উপজেলার মধ্য হ্নীলা গ্রামের মৃত আব্দুস শুক্কুরের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক (মেট্রো) শামীম হোসেন বলেন, দুই বছর ধরে রেহেনা এ কায়দায় ইয়াবা পাচার করে আসছে। টেকনাফ থেকে ইয়াবা চালান নিয়ে সময় প্রতিবার মেয়েকে নিয়ে আসতেন। মূলত প্রশাসনের তল্লাশির মুখে পড়ে যাতে সন্দেহ না করে সেজন্য ভদ্রবেশী এ কৌশল নেন তিনি। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩৮শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার