চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় মিনি ট্রাকের ধাক্কায় তাকের (১৬) নামে এক পথচারী নিহত হয়েছে। নিহত তাকের উপজেলার মধ্যম সলিমপুর বাংলাবাজার এলাকার আকবরের ছেলে।
মঙ্গলবার ফৌজদারহাটের বাইপাস কালশাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর এএসআই আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, গুরুতর আহত তাকেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/আরাফাত