নারায়ণগঞ্জের হেফাজতে ইসলামের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক ও নাশকতা মামলায় বিএনপির ৩৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আদালতে আসামিদের উপস্থিতিতে এ চার্জ গঠন করা হয়। মামলার পরবর্তী তারিখ আগামী বছরের ৪ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি গিয়াসউদ্দিন, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল হাই রাজুসহ ৩৯ জন।
মামলায় অভিযুক্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার নিজেই মামলার শুনানীতে অংশ নেন।
তিনি জানান, এ মামলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চার্জ গঠন হয় না। কারণ ২০১৩ সালের ৫ মে হেফাজতের ঢাকা অবস্থান ও পরদিন হরতালের সময় বিএনপির উল্লেখিত নেতারা হেফাজত নেতাকর্মীদের খাবার, পানি দিয়ে সহায়তা করেছে। পানি খাওয়ানো এবং খাবার দেয়া কোন মামলার মধ্যে আসেনা। একজন মানুষ আরেকজন মানুষকে খাবার দিয়ে সহায়তা করতেই পারে। বিএনপি নেতাকর্মীদের হেয় করার জন্য এবং ছোট করতেই এ ধরনের মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
প্রসঙ্গত ২০১৩ সালের ৫ মে রাতে রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে ফিরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের সানারপাড়, মাদানী নগর, সাইনবোর্ড, শিমরাইলের মুক্তি স্মরণী এবং সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় আসা হেফাজত নেতাকর্মীদের সঙ্গে পরদিন ভোর ৬টা থেকে আইনশৃঙ্খলা রাক্ষাবাহিনী সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে দু’জন বিজিবি সদস্য এবং দু’জন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জনের প্রাণহানি ঘটে। ওই ঘটনায় নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাখাওয়াত বাদী হয়ে মামলাটি করেন। মামলায় তৈমূর আলম খন্দকার ও সাবেক এমপি গিয়াসউদ্দিনসহ ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। এতে অজ্ঞাত আসামি করা হয় অনেককে। পরে পুলিশ ৩৯ জনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। মামলায় পুলিশ বক্সের হামলা, পুলিশের ওপর হামলা, তাদের পিকাপ ভ্যানে অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/হিমেল