জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১২০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 'চসিকের বিভিন্ন এলাকার অবকাঠামো উন্নয়ন' শীর্ষক এ প্রকল্প অনুমোদন করা হয়।
প্রকল্পের অধীনে ১৮৯টি সড়ক সংস্কার, একটি ফুট ওভারব্রিজ, ১১টি ড্রেন, দুইটি কালভার্ট, একটি গার্ডার ব্রিজ নির্মিত হবে। পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ডা. মো. আফছারুল আমীন, মঈনউদ্দিন খান বাদল, দিদারুল আলম ও এমএ লতিফের সরবরাহ করা তালিকার আওতায় প্রকল্পটির ডিপিপি তৈরি করা হয়েছিল।
চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ বলেন, প্রকল্পের অধীনে ৫ দশমিক ৯৭ কিলোমিটার সড়ক সংস্কার হবে। ৩ দশমিক ০৫ কিলোমিটার ড্রেন নির্মিত হবে। তাছাড়া ডোমখালের ওপর বিমানবন্দর সড়কের ১৫ নম্বর সেতুর মতো গার্ডার ব্রিজ এবং মুরগির খামার এলাকায় এস্কেলেটরসহ একটি ফুটওভার ব্রিজ নির্মিত হবে। আগামী সপ্তাহে ৬০৪ কোটি টাকার আরেকটি প্রকল্প একনেক সভায় ওঠার কথা আছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/আরাফাত