চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) গৃহকর পুনর্মূল্যায়ন প্রক্রিয়ায় তৃতীয় দিনে ৭নং সার্কেলের অধীন ১৮২ জন করদাতার আপিল নিষ্পত্তিতে ৮৩ দশমিক ৫৩ শতাংশ পর্যন্ত হ্রাস করেছে আপিল রিভিউ বোর্ড। মঙ্গলবার দুপুরে নগর ভবনে এ শুনানি অনুষ্ঠিত হয়।
চসিক পঞ্চবার্ষিকী করপুনঃমূল্যায়নে শুনানির তৃতীয় দিনে ২০০ করদাতার কাছে পত্র প্রেরণ করে। এর মধ্যে মঙ্গলবার আপিল বোর্ডের সামনে ১৮২ জন উপস্থিত হয়ে তাদের অভিযোগ উত্থাপন করেন। ১৮২ জন করদাতার অ্যাসেসমেন্ট ভেল্যু ছিল ১ কোটি ১৩ লাখ ১৬ হাজার ৭ শত টাকা। তাদের মতামত আমলে নিয়ে আপিল রিভিউ বোর্ড শুনানি শেষে ভেল্যু ৮০ দশমিক ৫৩ শতাংশ পর্যন্ত হ্রাস করে ২২ লাখ ৩ হাজার ৯ শত টাকায় চূড়ান্ত করা হয়। তাছাড়া ১৪ জন দরিদ্র করদাতার গৃহকর সম্পূর্ণ মওকুফ, একজন বীর মুক্তিযোদ্ধার হোল্ডিং ভেল্যু ২ লাখ ৬৪ হাজার টাকা থেকে কমিয়ে ৩৫ হাজার টাকা ভেল্যু নির্ধারণ, একজন বিধবার ভেল্যু শূন্য শতাংশ বিবেচনায় আনা এবং ৩৫ জন দরিদ্র করতাদার বছরে সর্বনিম্ন ৫১ টাকা গৃহকর ধার্য করা হয়েছে।
চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত রিভিউ বোর্ডে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল হক, বোর্ড সদস্য প্রকৌশলী এম. আবদুর রশিদ,অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, ট্যাক্সেশন অফিসার জানে আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/আরাফাত