রাজধানীর বনানীতে বেপরোয়া বাসের ধাক্কায় দায়িত্বরত ট্রাফিক পুলিশসহ ৩ জন আহত হয়েছে। আজ সকাল সাড়ে সাতটার টিকে এ দুর্ঘটনাটি ঘটে। এসময় নিয়ন্ত্রণহীন যাত্রীবাহী বাসটি ফুটপাত দিয়ে সোজা পাশের একটি নার্সারিতে আঘাত করে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাফিক পুলিশকে ধাক্কা দিয়ে এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহন নামের বাসটি ফুটপাতের উপর উঠে যায়। দুর্ঘটনায় আহত ট্রাফিক কর্মকর্তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং আহত দুইজন পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/১ নভেম্বর ২০১৭/হিমেল