বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে মৈত্রী গ্রুপ গঠন ও আইটিসহ বিভিন্ন অর্থনৈতিক জোনে ভিয়েতনামকে বিনিয়োগের আহ্বান জানিয়েছে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বাংলাদেশে সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্র্যান দাই কোয়াং-এর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের সাথে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ আহ্বান জানান। জবাবে ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্র্যান দাই কোয়াঙ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এবং উন্নয়নে অংশিদার হতে তার দেশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে প্রতিনিধি দলটি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে পৌঁছলে স্পিকার স্বাগত জানান। চীফ হুইপ আ. স. ম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার এসময় উপস্থিত ছিলেন।
পরে ভিয়েতনামের রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংসদ ভবনের স্থাপত্য শৈলী দেখে মুগ্ধ হন ও প্রশংসা করেন। এসময় প্রতিনিধি দলকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, অধিবেশন কক্ষসহ সংসদ ভবনের বিভিন্ন লবি ঘুরে ঘুরে দেখানো হয়।
এর আগে স্পিকার দপ্তরের অনুষ্ঠিত বৈঠকে ড. শিরীন শারমিন চৌধুরী ভিয়েতনামের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের পর ভিয়েতনাম সদ্য স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। ভিয়েতনাম বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র। সংসদীয় চর্চা ও গণতন্ত্র বিকাশে দু’দেশের সংসদ সদস্যদের সফর বিদ্যমান বন্ধুত্বকে আরও জোরদার করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এসময় ভিয়েতনামকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার বিভিন্ন অঞ্চলে প্রায় ১০০টি অর্থনৈতিক জোন এবং ২৮টি আইটি পার্ক প্রতিষ্ঠার কাজ হাতে নিয়েছে- যেখানে বিশেষায়িত বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। এছাড়া বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর ও মতবিনিময়ের মাধ্যমে দু’দেশের পার্লামেন্ট উপকৃত হতে পারে বলে উল্লেখ করেন স্পিকার।
এই সফর দু’দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে উলেখ করে ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্র্যান দাই কোয়াঙ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন এবং উন্নয়নে অংশিদার হতে তার দেশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এসময় ভিয়েতনামের পক্ষে উপস্থিত ছিলেন, মি. ফাম বিন মিনহ, মি. দাউ ভাইয়েত ট্র্যাঙ মি. নগুয়েন ডেক ভিনহ, মি. নগুয়েন মিনহ হুয়েন, মি. ট্রান ভেন খোয়া।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন