স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং শিক্ষা মন্ত্রনালয়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু কলকাতার মৈত্রী পদক পাওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক সাংবাদিকরা। দুপুর ১টায় বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) গিয়ে এ অভিনন্দন জানান তারা।
এসময় বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আকতারুজ্জামান, দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল মামুন, বাংলানিউজের নিজস্ব প্রতিবেদক শরিফুল ইসলাম জুয়েল, বাংলাদেশ সংবাদ সংস্থা ইবি প্রতিনিধি (প্রাক্তন) মোহাম্মদ আলী, প্রিয় ডট কম ইবি প্রতিনিধি ইলিয়াস মেহেদীসহ অন্যরা অংশ নেন। ইবি ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম খানও এসময় উপস্থিত ছিলেন।
শাহজাহান আলম সাজু ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
দেশের শিক্ষা ও সমাজ সেবায় অসামান্য অবদান রাখায় গত ২৩ ফেব্রুয়ারি কলকাতা প্রেসক্লাব মিলনায়তনে দুই বাংলার বিশিষ্ট ব্যক্তিদের মিলন অনুষ্ঠানে অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর হাতে মৈত্রী সম্মাননা পদক তুলে দেন অতিথিরা।
কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল ও সাবেক প্রধান বিচারপতি শ্রী শ্যামল কুমার সেন।
বিডিপ্রতিদিন/ ০৫ মার্চ, ২০১৮/ ই জাহান