বরিশাল নগরীর বাজার রোডের একটি বাসায় দুই গৃহকর্মী নির্যাতনের অভিযোগে এক দম্পত্তিকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে নির্যাতনের শিকার দুই কিশোরী গৃহকর্মীকে।
সোমবার সন্ধ্যায় নগরীর বাজার রোডে আটক দম্পত্তির বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। আটক দম্পত্তি হলো- জুয়েল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহান দিনা। তাদের বাসা থেকে উদ্ধার হওয়া দুই গৃহকর্মী হলো- আসফিয়া ও আয়েশা। তাদের বয়স আনুমানিক ১৩ থেকে ১৪ বছর।
খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন সহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন জানান, আটক দম্পত্তির বাসায় আয়েশা সাড়ে ৩ বছর ও আসফিয়া দেড় বছর ধরে গৃহকর্মীর কাজ করে আসছিল। তাদের ওই বাসায় নিয়মিত নির্যাতন এবং মাঝে মাঝে শেকল দিয়ে বেঁধে রাখা হতো। নিয়মিত খাবারও দেওয়া হতো না। বাসার বাইরে যেতে দেওয়া হতো না দুই গৃহকর্মীকে।
গতকাল সোমবার বিকেলে সুযোগ বুঝে আসফিয়া বাসার বাইরে গিয়ে দৌড়াতে থাকে। এ সময় স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। আসফিয়া তার এবং অপর গৃহকর্মী আয়েশার উপর নির্যাতনের বর্ণনা দেয়। এ কথা শুনে স্থানীয় লোকজন কোতয়ালী থানায় খবর দিলে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপর গৃহকর্মী আয়েশাকেও উদ্ধার এবং নির্যাতনের অভিযোগে ওই দম্পত্তিকে আটক করে।
পুলিশ জানায়, দুই গৃহকর্মীর শরীরে নির্যাতনের অসংখ্য চিহ্ন রয়েছে। ওই বাসা থেকে একটি শেকলও উদ্ধার করা হয়েছে। ওই শেকল দিয়ে তাদের বেঁধে রাখা হতো বলে দুই গৃহকর্মী পুলিশকে জানিয়েছে। আটক দম্পত্তির বিরুদ্ধে মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন পুলিশ কমিশনার।
বিডিপ্রতিদিন/ ০৫ মার্চ, ২০১৮/ ই জাহান