সাভারে প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ওঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় বিয়ে এবং স্ত্রীর স্বীকৃতি পাওয়ার দাবিতে অভিযুক্ত তরুণের বিরুদ্ধে সোমবার সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেছেন ওই স্কুলছাত্রী।
মামলা দায়েরের পর পুলিশ ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে।
ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া মহল্লার রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অষ্টম শ্রেণিতে পড়াশুনা করে। সেই সুবাদে একই ক্লাসের ছাত্র সহপাঠী ইমরানের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে ইমরান ওই স্কুল ছাত্রীকে কৌশলে একাধিকবার ধর্ষণ করে। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে একটি ভাড়া বাসায় রেখে ধর্ষণ করে আসছিলো সে। এঘটনায় স্কুল ছাত্রী স্ত্রীর স্বীকৃতি প্রদানের দাবি জানায়। কিন্তু ইমরান ও তার পরিবারের সদস্যরা রাজি না হওয়ায় সোমবার দুপুরের ভুক্তভোগী স্কুলছাত্রী বাদি হয়ে সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এদিকে মামলা দায়ের পর থেকে অভিযুক্ত ইমরান ও তার পরিবারের সদস্যরা গাঁ ঢাকা দিয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৌমেন মিত্র বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ধর্ষণের স্বীকার স্কুলছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্ত তরুণকে আটকে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বিডিপ্রতিদিন/ ০৫ মার্চ, ২০১৮/ ই জাহান