বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনেসহ সারা দেশে আজ মানববন্ধন করবে বিএনপি।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত চলবে এ মানববন্ধন কর্মসূচি।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আজ কেন্দ্রীয়ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সারা দেশে অবস্থান কর্মসূচি পালিত হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন