কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত।
আজ সকালে মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলর উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, বিএনপি নেতা আলী হায়দার বাবুল, মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামিম, জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লব সহ অন্যানরা।
এদিকে একই দাবিতে মানববন্ধন করেছে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চানের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদসহ অন্যান্য।
বিএনপির কর্মসূচি উপলক্ষে সদর রোড সহ আশ-পাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন