জাতীয় পাট দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে বরিশাল জেলা প্রশাসন। সকালে বরিশাল সার্কিট হাউস চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা পাট পণ্য ব্যবহারের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
পাট অধিদফতরের ব্যবস্থাপনায় এ আয়োজনে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবুল কালাম আযাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, পাট অধিদফতর বরিশাল মুখ্য পরিদর্শক হারুন অর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপপরিচালক ফজলুর রহমান, এনপিজও কর্মকর্তা জাহাঙ্গীর কবিরসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
বিডি প্রতিদিন/৬ মার্চ, ২০১৮/ফারজানা