খুলনার ডুমুরিয়া গুটুদিয়ায় হরিদাস বিশ্বাস (৩৮) নামের ধর্নাঢ্য ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, কৌশলে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। আজ সকালে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করেছে।
এদিকে একে পরিকল্পিত হত্যাকাণ্ড ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে এলাকায় মিছিল ও মানববন্ধন হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, ডুমুরিয়া উপজেলা আহবায়ক গোপাল চন্দ্র দে জানান, সোমবার রাতে হরিদাসকে বাড়ি থেকে গাড়িতে করে কে বা কারা নিয়ে যায়। ভোর ৪টার দিকে ওই গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এরপর হরিদাস নিজের ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যায়। পরেরদিন মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার হয়।
নিহতের ভাই মোহন বিশ্বাসের দাবি, নেশাজাতীয় দ্রব্যের সাথে বিষ মিশিয়ে তাকে খাওয়ানো হয়েছে। অর্থ-সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য কৌশলে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে।
ডুমুরিয়া থানার ওসি মো. হাবিল হোসেন জানান, খবর পেয়ে মঙ্গলবার সকালে নিহতের ঝিলেরডাঙ্গা বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এসময় তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। পরিবারের সদস্যরা একে হত্যাকাণ্ড দাবি করায় লাশের ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/৬ মার্চ ২০১৮/হিমেল