রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবদুর রহিম (৫০)। তিনি উপজেলার ভুষণা গ্রামের বেলায়েত আলীর ছেলে।
জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই আবদুল করিম (৪০) তাকে কুপিয়ে হত্যা করেছেন বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আলতাফ হোসেন। তিনি জানান, মঙ্গলবার সকালে বাড়ির সামনে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে রহিমকে আহত করা হয়।
পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে রহিম মারা যান। পরে তার লাশ মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পরিদর্শক আলতাফ হোসেন জানান, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। স্থানীয়ভাবে সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ছোট ভাই করিম তা মানছিলেন না। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাইকে কুপিয়ে জখম করেন করিম।
তিনি জানান, ঘটনার পর থেকেই ছোট ভাই করিম পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/০৬ মার্চ, ২০১৮/মাহবুব