রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় বাসে ডাকাতির সময় ছয়জনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার ভোর ৫টার দিকে হাউজবিল্ডিং ও আব্দুল্লাহপুরের মাঝামাঝি স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. বাদল, মো. জনি, মো. সজিব, মো. নয়ন মিয়া, মো. আবু বকর সিদ্দিক ও মো. রাহাত মিয়া। তাদের প্রত্যেকের বাড়ি ময়মনসিংহ।
পুলিশ জানায়, ভোরে ওই এলাকায় ডাকাতদলটি অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে একটি বাসে ডাকাতি করছিল। যাত্রীদের কান্নাকাটির শব্দ শুনে পুলিশের টহল দল এগিয়ে গিয়ে ছয় ডাকাতকে আটক করে। আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ডাকাতির মামলা রয়েছে।
এদিকে, মঙ্গলবার ভোরে ছয় ডাকাতকে আটক করা হলেও আরও অভিযানের জন্য বিষয়টি গোপন রাখে পুলিশ। পরে সন্ধ্যায় বিষয়টি জানানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন থানার অপারেশন ইন্সপেক্টর নাসির উদ্দিন। তিনি জানান, আটকরা বিভিন্ন সময় যাত্রীবেশে রাতে গাড়িতে উঠে ডাকাতি করে। আটক ছয় ডাকাতকে উত্তরা পশ্চিম থানায় রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/০৬ মার্চ ২০১৮/এনায়েত করিম