ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ সকাল ৯টায় নগরীর সদর রোডের সোহেল চত্বরের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস এবং সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ।
এর পরপরই শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীরসহ অন্যান্য। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এদিকে দিবসটি উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৮/হিমেল