বরিশালের হিজলা উপজেলার দুলখোলা সংলগ্ন মেঘনা নদী থেকে ১টি ট্রলার বোছাই ১শ' মন জাটকা আটক করেছে কোস্ট গার্ড। বুধবার ভোরে মৎস্য বিভাগের সহায়তায় এ অভিযান চালায় কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, মেহেন্দীগঞ্জ থেকে নদী পথে বিপুল পরিমান জাটকা শরীয়তপুরে পাচার করা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড অভিযান চালায়। অভিযান টের পেয়ে জাটকার সাথে জড়িতরা ট্রলার ফেলে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড ট্রলার ভর্তি ১শ' মন জাটকা জব্দ করে।
পরে নগরীর ডিসিঘাটে জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট নাজমুল হুসেইনের উপস্থিতিতে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা এবং অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৮/হিমেল