সাভারে গেন্ডা রাজাবাড়ি এলাকার একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল সাড়ে ৮টায় একটি ম্যাচের কাঠি থেকে এ আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ম্যাচের কাঠি থেকে কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। কিন্তু শ্রমিকরা তা বুঝতে না পারলে পুরো টিনশেড কারখানাটিতে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, আগুনে কারখানার মেশিন ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৮/হিমেল