রংপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। বুধবার (৭ মার্চ) ভোরে নগরীর মুন্সিপাড়া কবরস্থান সংলগ্ন কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আরেক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ওই এলাকায় দু’টি ডাকাতির ঘটনা ঘটেছিল। বুধবার ভোরে একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মুন্সিপাড়া কবরস্থান সংলগ্ন কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুলিশ অভিযান চালায়। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এ সময় একজন নিহত ও আরেকজন আহত হয়। পরে সেখান থেকে চারটি রামদা, একটি পিস্তল, গুলি ও গুলির খোসা, হাইড্রোলিক কার্টার প্লাস উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৮/হিমেল