গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে জেএমবি’র সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-২। তার নাম রাশেদ ওরফে মো. রাফিউল ইসলাম ওরফে লিখন (২০)। সে বগুড়ার শাহজাহানপুর উপজেলার সোনাইদিঘী গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মঙ্গলবার রাতে র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি মো. ফিরোজ কাউছার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১২ ফেব্রুয়ারি ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সোনালী ব্যাংক মোড় থেকে দেশীয় অস্ত্র, জঙ্গিবাদী বই ও বৈদেশিক মুদ্রাসহ জেএমবি’র দুই সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১১ টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার থেকে রাশেদকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে রাশেদ জানিয়েছে, মাদ্রাসায় লেখাপড়া করার সময় ২০১৬ সালের ডিসেম্বর মাসে ইসমাইল নামে এক ব্যক্তির সাহচর্যে জঙ্গিবাদে উদ্ধুদ্ধ হয়ে সে জেএমবি’তে যোগ দেয়। রাশেদ নিয়মিত চাঁদা দেওয়ার মাধ্যমে নিজেকে সংগঠনের একজন সক্রিয় কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করে।
বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৮/হিমেল