সাভারে একটি এক্সেসরিজ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানাটির মেশিন ও মালামালসহ পুরো সেডটি পুড়ে গেছে। আজ বুধবার সকালে সাভার পৌর এলাকার রাজাবাড়ি মহল্লায় অবস্থিত সেই এক্সেসরিজ কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ২ ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু তার আগেই কারখানার ভিতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের শতাধিক বাড়িঘর।
প্রত্যক্ষদর্শী শ্রমিক ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, সকালে ১৩ জন শ্রমিক সেই এক্সেসরিজ কারখানায় সুতা দিয়ে জুতার ফিতা তৈরী করছিলেন। এসময় একজন শ্রমিক দিয়াশলাই দিয়ে আগুন ধরানোর সময় অসাবধানতাবশত কারখানাটিতে থাকা ধাহ্য পদার্থের মধ্যে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে কারখানার শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। কিন্তু আগুনের তিব্রতা বৃদ্ধি পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়দের অভিযোগ, সাইফুল ইসলাম অবৈধভাবে ঘনবসতিপূর্ন এলাকায় কারখানা স্থাপন করেছে। আজ অল্পের জন্য আমরা রক্ষা পেয়েছে। কারখানাটির আশপাশে প্রায় সহস্রাধিক বাড়িঘর থাকায় বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটলে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন তারা।
সেই এক্সেসরিজ কারখানার মালিক সাইফুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগুনে আমার কারখানাটির মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়া আগুন নিভাতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হলে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বাংলাতেশ প্রতিদিনকে বলেন, দিয়াশলাইয়ের আগুন থেকে কারখানাটিতে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। আগুনে কারখানাটিতে থাকা ৩০ লক্ষাধিক টাকার মেশিন ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি। তবে কারখানার আশপাশে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকায় আগুন নিভাতে আমাদের প্রচন্ড বেগ পেতে হয়।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর