দীর্ঘদিন পর আওয়ামী লীগের জনসভামঞ্চে উঠলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সায়ীদ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তাকে মুল মঞ্চে দেখা যায়। তার সঙ্গে আওয়ামী লীগ নেতারা ছাড়াও আরো ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বিএসএমএমইউর সাবেক উপাচার্য প্রাণগোপাল দত্ত প্রমুখ।
১/১১’র পর আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতি থেকে ছিটকে পড়েন দলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যাপক ড. আবু সায়ীদ। আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে তিনি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালের নির্বাচনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। দীর্ঘদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে যুক্ত এই নেতা মাঝে বেশ কিছুদিন দলের অনুষ্ঠান থেকে কিছুটা দুরে ছিলেন। আজ হঠাৎ করে মুল মঞ্চে উঠায় তাকে ঘিরে কেন্দ্রীয় ও জেলা রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান আ আ ম স আরেফিন সিদ্দিক। দুই মেয়াদে প্রায় আট বছর দায়িত্ব পালন করেন তিনি। গত সেপ্টেম্বরে তার স্থলাভিষিক্ত হন ড. আখতারুজ্জামান। মুন্সীগঞ্জের একটি আসন থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নির্বাচন করতে চান বলে গণমাধ্যমে খবর এসেছে। সোহরাওয়ার্দীর মঞ্চে রাষ্ট্রের এই সর্বোচ্চ আইন কর্মকর্তা। তিনি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
জনসভা মঞ্চে আরও ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত। তিনিও কুমিল্লার চান্দিনা থেকে আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশী। এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন তিনি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন