হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশিদা সুলতানাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এমনকি তার প্রাণনাশেরও চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় বুধবার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। জিডি নম্বর ৩০৬।
এ ব্যাপারে ওসি নূরে আযম মিয়া বলেন, কে বা কারা তাকে কয়েকদিন ধরে ফোনে হুমকি দিয়েছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। অভিযোগ আমলে নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/৮ মার্চ, ২০১৮/ওয়াসিফ