কবি শামীম আজাদ বলেছেন, নারীর সাধ্য আছে, মায়ের সাধ্য আছে। শিশু জন্মের পরেই তার মাকে দেখে। সময় সব সময় নারীর ছিল, এখনো অাছে।
'এখন সময় নারীর' এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইডব্লিউএমজিএল কনফারেন্স হলে বাংলাদেশ প্রতিদিন ও নিউজটুয়েন্টিফোর আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ৬৬ বছরের জীবনে কোনও শূন্যস্থান রাখিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। লেখক ও সাংবাদিক শাহনাজ মুন্নীর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমদাদুল হক মিলন, নূরজাহান বেগম মুক্তা, নিলুফার চৌধুরী মণি, সামিয়া রহমান, অধ্যাপক রুপা চক্রবর্তী, ডা. সাগুফা আনোয়ার, ফাতেমা বেগম, অধ্যাপক ড. জিনাত হুদা, কামরুন নাহার ডানা।